
ডেস্ক: ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব দ্য জেন্ডার কেজ’ ছবিতে দীপিকা পাড়ুকোন থাকবেন তা অনেকেই জানে। তবে ছবিটিতে আরো একটি নতুন চমক অপেক্ষা করছে।
বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও থাকছেন এই চলচ্চিত্রে। ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে একটি ছবি দিয়ে খবরটি জানিয়েছেন ডিজেল নিজেই।
তবে আগামী বছর মুক্তিপ্রাপ্ত ছবিটিতে বার্সা ফরোয়ার্ডকে কোন ভূমিকায় দেখা যাবে তা খোলাসা করা হয়নি। এদিকে, এরই মধ্যে শ্যুটিংও শুরু করেছেন নেইমার। প্রথম দিনই নাকি ভালো অভিনয় করেছেন খেলোয়াড়।
ট্রিপল এক্সের নতুন ছবিতে অভিনয় করার খবরটা নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে জানিয়েছেন নেইমার। সেখানে লিখেছেন, ‘ট্রিপল এক্সের নতুন ছবিতে অভিনয় করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। তবে আমি এখানে কী করছি, সেটা বলে দিলে ভিন ডিজেল আমাকে মেরে ফেলবে।’
নেইমার এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ব্রাজিলের খেলা থাকলেও নেইমার দলের সঙ্গে নেই। কোপায় খেলছেন না এই তারকা। তাকে রাখা হয়েছে অলিম্পিকের দলে। সূত্র-গোল
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ