
ডেস্ক: হতদরিদ্রদের জন্য ১০ টাকার চাল বিক্রিতে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও খাদ্য অধিদপ্তর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এরই মধ্যে অনিয়ম, দুর্নীতির দায়ে ৬৭ ডিলারের লাইসেন্স বাতিল করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ১৬টি ফৌজদারি মামলা করেছে খাদ্য অধিদপ্তর। একই সাথে তিন লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুদক দেশের বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দুদক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বল্প আয়ের মানুষের জন্য এই চাল বিক্রয় কার্যক্রম কড়া নজরদারির মধ্যে রাখতে এরই মধ্যে মুনীর চৌধুরীর স্বাক্ষরিত চিঠি সারাদেশে দুদকের ২৪টি সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। যত দিন ১০ টাকার চাল বিক্রি কার্যক্রম চলবে তত দিন দুদকের অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, দুদক এরই মধ্যে ডিলার, খাদ্য পরিদর্শকসহ ১৫ জনকে গ্রেফতার করেছে। শিগগিরই আরও কিছু অভিযুক্তকে গ্রেফতার করা হবে। গ্রামাঞ্চলের গরিব মানুষের মাঝে সুলভ মূল্যে এই চাল বিক্রয় কর্মসূচি সফল করতে খাদ্য অধিদপ্তর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের ৬৭ ডিলারের লাইসেন্স বাতিল করেছে। ফৌজদারি মামলা করা হয়েছে ১৬টি। বিধিভঙ্গসহ নানা অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত এ পর্যন্ত তিন লাখ ৪৬ হাজার ৭৯৪ টাকার জরিমানা আদায় করেছেন।
গত কয়েকদিনে দুদক চট্টগ্রাম থেকে পাঁচজন, শরীয়তপুর থেকে চারজন, দিনাজপুর থেকে দু’জন, ময়মনসিংহ থেকে তিনজন ও ব্রাহ্মণবাড়িয়া থেকে একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের পালং উপজেলার সুবচনির হাটের ডিলার সহিদুল সিকদার, চন্দ্রপুর ইউনিয়নের রায়পুরের ডিলার ফিরোজ খান, চন্দ্রপুর বাজারের ডিলার দবীর তালুকদার, মাহমুদপুর বাজারের ডিলার আলী হোসেন খান, নীলফামারীর ডোমার উপজেলার রশিদুল ইসলাম, বনমালি রায়, চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক এসএম শাহাবুদ্দিন, শাহনেওয়াজ, সুরজিত দে, ডিলার সৈয়দ মো. মারুফ, ডিলারের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ময়মনসিংহের ভালুকার ভরাডোবা ইউনিয়ন পরিষদ সদস্য আজিম উদ্দিন, কামরুল ইসলাম, আমিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফারুক মিয়া ও রাজশাহীর চারঘাটার মীমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস (পলাশ)।