
ডেস্ক : অভিষেকে অর্ধশতকের ইনিংস খেলে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান হাসিব হামিদ। ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েছেন ১৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
কিংবদন্তি ব্যাটসম্যান জিওফ বয়কটের ব্যাটিং স্টাইলের সঙ্গে মিল থাকায় অনেকেই তাঁকে ‘বেবি বয়কট’ ডাকতো। বাংলাদেশ সফরের দলে জায়গা পেলেও চূড়ান্ত একাদশে সুযোগ পাননি হামিদ। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই সেই সুযোগ পেয়ে কাজেও লাগাচ্ছেন খুব ভালোভাবে। প্রথম ইনিংসে ৩১ রান করে আউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে নিজের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন হামিদ। রাজকোট টেস্টের চতুর্থ দিনে পূর্ণ করে ফেলেছেন অর্ধশতক। দিনশেষে অপরাজিত আছেন ৬২ রান করে।
অভিষেকে ইংল্যান্ডের পক্ষে ২০ বছরের কম বয়সে অর্ধশতক করা তৃতীয় ব্যাটসম্যান হামিদ। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ইংল্যান্ডের মাত্র দুজন ক্রিকেটার। ১৯০৬ সালে জ্যাক ক্রাওফোর্ড ও ১৯৩৭ সালে ডেনিস কম্পটন।
রাজকোট টেস্টের পঞ্চম দিনে অর্ধশতকটাকে শতকে রূপ দেয়ার হাতছানিও আছে হামিদের সামনে। ১১৬ বলে ৬২ রানের ইনিংসটি খেলার পথে তিনি মেরেছেন পাঁচটি চার ও একটি ছয়। অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে গড়েছেন ১১৪ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি।
সম্পাদনা: জাবেদ