অভিসারে বিরাট-আনুশকা!

বিনোদন ডেস্ক: ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের ভাঙনের কথা শোনা গেছে অনেক আগেই। তবে কিছুদিন থেকে একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। এবার নাকি কোহলির সঙ্গে সময় কাটাতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিয়েছেন আনুশকা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট খেলতে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে আছেন কোহলি। অন্যদিকে, গত সপ্তাহে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিং শেষ করেছেন আনুশকা। সেখান থেকে সরাসরি ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট লুসিয়াতে গিয়েছেন ২৮ বছরের এই অভিনেত্রী।
সূত্র জানিয়েছে, তৃতীয় ম্যাচের দিন আনুশকা ড্যারেন স্যামি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ভারতের ক্রিকেট দল ও তাদের পরিবারের সঙ্গে এবং বিরাটের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ