
ঢাকা: কিছুদিন আগেই ফেসবুকে গুজব ছড়ানো হয়েছিল বাংলাদেশের বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন! এবার একই কায়দায় একই গুজব ছড়িয়ে মেরে ফেলা হলো বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে। সোমবার, ১৩ জুন বিকেল থেকে ১৪ জুন শেষরাত পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই গুজব ছড়ানো হয়।
‘অমিতাভের মৃত্যুর সংবাদে বিভ্রান্তিতে পড়েন অমিতাভ বচ্চন নিজেও!’
ঘটনার সূত্রপাত হয় সোমবার বিকালে ‘আরআইপি অমিতাভ বচ্চন’ নামে খোলা একটি ফেসবুক পেজের পোস্ট থেকে। ১০ লাখ অনুসারি সম্বলিত পেজটি থেকে জানানো হয় যে বলিউড শাহেনশাহ আর বেঁচে নেই। আর তাতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে খবরটি।
তারপর অমিতাভের কয়েকজন ভক্ত এ ঘটনাকে গুজব বলে টুইটারে ফেসবুকে ব্যাপক প্রচারণা চালায়। অনেকে জানান যে, ‘অমিতাভের মৃত্যুর সংবাদটি একটি জাতীয় পর্যায়ের খবর। অথচ কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় এমন খবর প্রচারিত না হওয়ায় বোঝাই যায় এটি একটি গুজব। তাই আপনারা বিভ্রান্ত হবেন না।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস