
ফ্লোরিডা: অরল্যান্ডোতে সমকামী নাইটক্লাবে হামলা করে ৪৯ জনকে হত্যকারী ওমর মতিনের স্ত্রী নূর সালমানকেও হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত করা হতে পারে। বিভিন্ন রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া গেছে।
নূর সালমানের বিষয়ে তদন্ত করার জন্য সরকারি আইনজীবীরা একটি জুরি বোর্ড গঠন করেছেন বলে ফক্স নিউজ ও রয়টার্সের খবরে বলা হয়। খবরে বলা হয়, সমকামী নাইটক্লাবে হামলার বিষয়ে স্বামী ওমর মতিনের সাথে কথা বলার চেষ্টার কথা পুলিশকে জানিয়েছেন নূর।
স্থানীয় সময় রোববার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো নাইটক্লাবে বেপরোয়া হামলা করে ৪৯জনকে হত্যা ও ৫৩ জনকে আহত করে মতিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ওই হামলার পর পুলিশের অভিযানে নিহত হন মতিন।
সরকারি কৌসূঁলিরা বলছেন, হামলায় সংশ্লিষ্টা ও হামলার উদ্যোগের বিষয়ে কর্তৃপক্ষতে জানাতে ব্যর্থতার অভিযোগ আনা হবে মতিনের স্ত্রীর বিরুদ্ধে। সম্ভবত হামলা সংঘটনের সময় পালস নাইটক্লাবের ভেতর থেকে স্ত্রী নূর সালমানকে ফোন করে থাকতে পারেন মতিন।
রোববার হামলার পর নূর সালমানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তাকে গ্রেফতার করা হয়নি। সিনেটর অ্যাঙ্গাস কিংসহ সিনেটের গোয়েন্দা কমিটির কয়েকজন সিনেটর বলেছেন, সম্ভবত হামলা যে হতে যাচ্ছে সে ধারণা নূর সালমানের ছিল।
অ্যাঙ্গাস কিং বলেন, ‘সে (নূর) এখন একজন ওয়ান্টেড ব্যক্তি। সম্ভবত তার সহযোগিতা ছিল হামলায়। এবং সে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।’
রোববার রাতে পালস নাইটক্লাবে ওমর মতিনের হামলায় ৪৯ জন নিহত হন। ওই ঘটনার পর তার সাবেক স্ত্রী দাবি করেছেন মতিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। যুক্তরাষ্ট্র ওই হামলায় আইএস’র সংশ্লিষ্টতা পায়নি। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই