
ঢাকা: ঈদে যৌথ প্রযোজনায় মুক্তি প্রাপ্ত ছবির তালিকায় রয়েছে ঢালিউড কিং শাকিব খানের ‘শিকরী’। এই ছবি চলতি বছরের অন্যতম প্রধান আলোচিত সিনেমা। কেননা শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনা, ব্যতিক্রমধর্মী লুক এবং শ্রাবন্তির সঙ্গে প্রথম জুটি বাঁধা সব দিক থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই ছবি। শুধু তাই নয় থাকছে আরো চমক। কেননা এই প্রথম বাংলা চলচ্চিত্রে রবীন্দ্র সঙ্গীত গাইবেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। আর তার কণ্ঠে গাইবেন ঢালিউড কিং শাকিব খান।
জানা গেছে, শাকিব ও শ্রাবন্তি অভিনীত ‘শিকারি’ সিনেমাতে অরিজিৎ গাইবেন ‘মম চিত্তে নিতি নৃত্যে তা তা থৈ থৈ’। ছবিতে পারিবারিক অনুষ্ঠানের একটি দৃশ্যে শাকিব খানের ঠোঁটে পাওয়া যাবে এই গান। এছাড়াও ছবিতে একটি মৌলিক গানও গেয়েছেন অরিজিৎ।
শিকারি’ সিনেমাটি যৌথ ভাবে পরিচালনা করছেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত এবং কলকাতার জয়দীপ। ‘শিকারী’ ছবিতে শাকিব- শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করেছেন রাহুল দেব, সুপ্রিয় দত্ত সহ আরো অনেকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই