
ঢাকা : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন,দিল্লীর ফরমাইশি অর্ডার দিয়ে মন্ত্রী-এমপি বানানো যায়, এমনকি ভোটারদের বাদ দিয়ে সরকারও গঠন করা যায়। কিন্তু চাইলেই একটি সুন্দরবন বানানো যায় না।
বৃহস্পতিবার সকালে আসাদগেট (জিইউপি) মিলনায়তনে জাগপা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিউল আলম বলেন, ‘১৫-২০ কিলোমিটার বুঝি না বাংলাদেশের ভূখণ্ডে অসম চুক্তিভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতে দেওয়া যাবে না। সুন্দরবন ধ্বংস হবে, জীব বৈচিত্র্য নষ্ট হবে, নদী-নালা, খাল-বিল বিনাশ হবে এমন দেশবিরোধী চুক্তি কোন জাতি মেনে নিতে পারে না।সুতরাং এ দেশবিরোধী চুক্তি বাতিল করতেই হবে।’
তিনি বলেন, ‘একটি কথা সাফ বলে দিতে চাই বাংলাদেশের পক্ষে দাঁড়ানো যদি ভারত বিরোধিতা হয়, তবে আগ্রসনের বিরুদ্ধে সংগ্রাম চলছে এবং চলবে।’
জাগপা সভাপতি বলেন, ‘ট্রানজিট করিডোরের নামে ১৯২ টাকায় আমার স্বাধীনতাকে নিলামে তোলা হয়েছে। আমার আফসোস বঙ্গবন্ধু স্বাধীনতা আনলেন, দেশরক্ষায় জীবন দিলেন আর তার আওয়ামী লীগ নেতারা গদির লোভে দেশ বিক্রির চক্রান্তে মেতেছেন।’
জাগপার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, নগর যুব জাগপা নেতা নজরুল ইসলাম বাবলু, সাইদুজ্জামান কবির, ইব্রাহীম জুয়েল, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, প্রচার সম্পাদক আবু নাইম ও জাগপা নগর দপ্তর সম্পাদক আজিজুর রহমান স্বপন প্রমুখ।
প্রতিবেদন: ইয়াসিন রানা, সম্পাদনা: ফারহানা করিম