
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ)সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল।
জাতীয় সংসদে সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাদল বলেন, ব্যাংক ও পুঁজিবাজারে মারাত্মক সমস্যা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পাঁচ বছরের নিরীক্ষা আপত্তির পরিমাণ ২৮ হাজার কোটি টাকা। সেবা খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রকল্প গ্রহণে পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল থাকে না। রাষ্ট্রের আর্থিক বিভাগ চৌর্যবৃত্তিতে ভরে গেছে। এ দেশে যারা পয়সাওয়ালা হিসেবে পরিচিত, তারাই এসব চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত। বেসিক ব্যাংকে টাকা চুরির আলোচনা শেষ না হতেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট হয়ে গেছে। অর্থমন্ত্রী এসব বিষয়ে কী ব্যবস্থা নিয়েছেন? বাজেট বক্তৃতায় তিনি জিরো টলারেন্সের কথা বললেও লুটেরাদের টিকিও স্পর্শ করতে পারছেন না।’
এছাড়া আলোচনাকালে ব্যাংকিং খাতের চুরি ও পুঁজিবাজারের জালিয়াতি রোধে একটি বিশেষ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে