
ডেস্ক: অলিম্পিকের মঞ্চে বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছেন এক প্রেমিক জুটি। দুজনেই চীনের ডাইভার সাঁতারু। এমনই এক সুন্দর এবং বিরল দৃশ্য দেখা গেল রিও অলিম্পিকে। আর তাদের ভালবাসার সাক্ষী হয়ে থাকলো গোটা বিশ্ব।
ঘটনা শুরু হয় চীনা সাঁতারু হে জি নারীদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং-এ রুপা জেতার পর; পদক নিয়ে তিনি সবে পোডিয়াম থেকে নীচে নেমেছেন, তখনই খুব গম্ভীর মুখে তারই সতীর্থ কিন কুই হাজির হন জি’র সামনে। কিছু একটা বুঝে উঠার আগেই কিন কুই হাঁটু গেঁড়ে বসে পড়েন তার সামনে। কী ঘটতে চলেছে তা দেখার জন্য গোটা পোডিয়ামের চোখ তখন জি ও কিনের দিকে। এর পরই পকেট থেকে একটি লাল রঙের ছোট বাক্স বের করে নিলেন কিন। বাক্সটা খুলে জি-এর দিকে বাড়িয়ে সলজ্জে প্রস্তাব দিলেন, ‘উইল ইউ ম্যারি মি?’ যার বাংলা তরজমা দাঁড়ায়, তুমি কি আমাকে বিয়ে করবে?
অপেক্ষা ছিল হে জি’র উত্তরের। কিন এর এমন অদ্ভুত কাণ্ড দেখে প্রথমে স্তম্ভিত হয়ে যান জি। এ যেন অবিশ্বাস্য। কোনভাবেই ভাবতে পারেননি তার দীর্ঘদিনের প্রেমিক এমন একটা কাণ্ড করে বসবেন। তবে এক মুহূর্তও দেরি করেননি তিনি। সম্মতি দিয়ে দিলেন দেন কিনের প্রস্তাবে। সঙ্গে সঙ্গে কিনও জি’র আঙুলে পরিয়ে দিলেন সেই আংটিটা। গোটা পোডিয়াম তখন ফেটে পড়ে হাততালিতে।
উচ্ছ্বাসে হে জি জড়িয়ে ধরেন প্রেমিককে। এক প্রতিক্রিয়ায় জি বলেন, ‘আমরা ছয় বছর ধরে প্রেম করে আসছি। আজকের এ ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাকে যে বিষয়টি স্পর্শ করেছে, বিশ্বাস। বাকি জীবনটা আমি তাকে বিশ্বাস করতে পারি।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস