
রিও ডি জেনিরো: ব্রাজিলের রিও অলিম্পিকের মশাল বহন করলেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২ টায় তিনি অলিম্পিকের মশাল রিলেতে অংশ নেন।
ড. মুহাম্মদ ইউনূস অলিম্পিকের মশাল হাতে নিয়ে প্রায় দুশ মিটার হেঁটে যান। তিনিই প্রথম অলিম্পিকের মশাল বহনকারী বাংলাদেশি।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অলিম্পিকের অফিসিয়াল পোশাক পরে মশাল হাতে এগিয়ে যাচ্ছেন মুহাম্মদ ইউনূস। ব্রাজিলের রাজধানীতে মশাল রিলের শেষ ধাপে যখন শান্তিতে নোবেল বিজয়ী এই বাংলাদেশি মশাল বহন করছিলেন তখন অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
এর আগে রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯ তম সভায় ভাষণ দেন তিনি।বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৫ আগস্ট(শুক্রবার) এবারের অলিম্পিকের উদ্বোধন হতে যাচ্ছে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই