
ডেস্ক: এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীকে দুই বছর ধরে ব্লাকমেইল করে আসছে মাদ্রাসার ৩৮ বছর বয়সী এক শিক্ষক। ব্লাক মেইলের সুযোগ নিয়ে দুই বছর ধরে মেয়েটিকে অশালীন কথাবার্তা এবং কু-প্রস্তাব দিয়ে আসছে ওই শিক্ষক। এছাড়াও বিভিন্ন ভাবে টাকা আদায় করেছে।
সাংবাদিককে এই ঘটনা জানানোর পর থেকেই ওই শিক্ষক মেয়েটির বাবাকে হুমকি দিচ্ছে। এতে ভয়ে মেয়েটির বাবা মোবাইল ফোন বন্ধ করে রাখেন।
পার্বতীপুর উপজেলার শালখুরিয়া ইউনিয়নের দলার দরগা গ্রামের ‘দরগা পাড়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মনিরুজ্জামান বাপ্পি। স্ত্রী এক সন্তানসহ পার্বতীপুরে থাকেন এই শিক্ষক।
মেয়েটির নাম সাবিনা (ছদ্মনাম)। আত্রাই থানার কালকাকলি মডেল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ে। আহসান গঞ্জ বাজারের দক্ষিণ পাশে তাদের বাড়ি।
মেয়েটির বাবার কাছে জানতে চাইলে তিনি লজ্জিত বোধ করেন। তিনি বলেন, ‘বাপ্পী নামের লোকটা আমাকে প্রতিদিনই ফোন করে। ফোন দিয়ে সাবিনার (ছদ্মনাম) সঙ্গে কথা বলতে চায়। এভাবে বিশ-পঁচিশবার করে প্রতিদিন ফোন দিয়ে বিরক্ত করে। আমার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আমি এখন লজ্জার মধ্যে পড়ে গেছি। থানায় জিডি করবো। ’
এ বিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদকের সঙ্গে প্রথমে কথা বলতে রাজি হননি ওই শিক্ষক। আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বললে তিনি বলেন, ‘আইন, পুলিশ, ম্যাজিস্ট্রেট, নেতাদেতার ভয় দেখিয়ে লাভ নেই।’
এরপর ফোন কেটে দিলে তিনি কিছুক্ষণ পরে ফোন করে ঘটনা স্বীকার করেন। তিনি জানান মেয়েটির সাথে তার দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। এখন মেয়েটি রিলেশন রাখতে চাচ্ছে না। তাই আমি ওই মেয়েকে ব্লাকমেইল করেছি। মেয়েটির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে তার সব প্রমান, অডিও রেকর্ড, স্ক্রিণসটসহ সবকিছু আছে বলেন জানান ৩৮ বছর বয়সী এ শিক্ষক।
মেয়েটির কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই শিক্ষকের সঙ্গে মাঝে মধ্যে ফেইসবুকে চ্যাট হতো। একদিন হঠাৎ করে ফেইসবুক থেকে আমার ছবি নিয়ে এডিট করে আমার ইনবক্সে পাঠিয়ে আমাকে ব্লাক মেইল শুরু করে।
ব্লাকমেইলের সুযোগ নিয়ে মেয়েটির কাছ থেকে ওই শিক্ষক নিয়মিত টাকা নেয়। এবং টাকা না দিলে হুমকি দেয়। জোর করে ওই শিক্ষক মেয়েটির সঙ্গে প্রেম করতে চায়। বিভিন্নভাবে চেষ্টা করে ফোন নাম্বার নেয়। এরপর থেকে ফোনেও ব্ল্যাকমেইল করে।
মেয়েটি জানান, আমার সাথে ওই শিক্ষকের কথাবার্তা, অডিও রেকর্ড এবং এডিটিং ছবিগুলো স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ফোনে খারাপ কথা বলতে তাকে বাধ্য করায় এবং সেটা রেকর্ড করে সেই রেকর্ড দিয়ে আমাকে প্রতিদিন হুমকি দেয়। আমি খুব টেনশনে আছি এর একটা সমাধান দিন নইলে আমি আত্মহত্যা করব।
প্রতিবেদক: মিশুক মনির, সম্পাদনা: জাহিদ