Wednesday, July 6th, 2022
অসুস্থ রাজনীতিই জঙ্গি’র জন্ম দেয়
August 2nd, 2016 at 10:34 pm
অসুস্থ রাজনীতিই জঙ্গি’র জন্ম দেয়

ঢাকা: অসুস্থ রাজনীতির কল্যাণেই জঙ্গিরা জন্ম নিচ্ছে বলে মনে করেছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ। তার দাবি, সম্প্রতি দেশে যেসব জঙ্গি হামলা হয়েছে এগুলো কোন জঙ্গি সন্ত্রাস নয়, বরং এগুলো রাজনৈতিক সন্ত্রাস। তাছাড়া অসুস্থ রাজনীতি যারা করে তাদের ছত্রছায়ায় এগুলো হয়ে থাকে। আর মূলত এরাই জঙ্গি।

নিউজনেক্সট ডটকম’র প্রতিবেদক দেলোয়ার মহিন এর সঙ্গে একান্ত আলাপচারিতায় এমন সব মন্তব্য করেন এই অধ্যাপক।

তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকটা দল অসুস্থ রাজনীতি করে। আর রাজনীতি বলতে তারা বোঝে গুম, খুন, মারামারি, হানাহানি, দাঙ্গা ও হাঙ্গামা। আর যারা এসব চর্চা করে তাদের ছত্রছায়ায় জঙ্গি তৈরি হয়। এগুলো কোন জঙ্গিবাদী সন্ত্রাস নয়, এগুলো রাজনৈতিক সন্ত্রাস।

কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার লক্ষ্যে এসব করছেন। আর তরুন প্রজন্মের এক শ্রেণির মাথা ওয়াশ করে এসব করিয়ে থাকে ওইসব রাজনৈতিক দল গুলো বলে মনে করেন তিনি।

মোয়াজ্জম হোসেন বলেন, ‘দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভালোভাবে ট্রেইন করতে হবে। সপ্তাহে একবার না হোক মাসে অন্তত দুইবার সাংস্কৃতিক প্রোগ্রাম করা দরকার। এছাড়া প্রতিনিয়ত প্রেরণা দায়ক ক্লাস করানো খুব জরুরী।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মেটাল ডিটেক্টর ব্যাবহার করা উচিৎ। এভাবেই জঙ্গি দমনে পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যে ঢাকা কলেজে এসব কার্যক্রম শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

এই অধ্যাপক বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা দীর্ঘদিন দূরে থাকে বেশির ভাগ ক্ষেত্রে তারাই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানও ঠিক ভাবে খোঁজ খবর ও ব্যাবস্থা না নেয়ায় এমন হয়ে থাকে।’

শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, ‘টানা ১০ দিনের বেশি কোন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত না থাকলে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ পাঠাতে হবে। আর শিক্ষার্থীর পরিবারের কাছে খবর দিতে হবে। মন্ত্রণালয় আমাদের এমন নোটিশ দিয়েছে। আমরা তা মেনে চলবো।’

নিউজনেক্সটবিডি ডটকম/ডিএম/এসকেএস/এসজি


সর্বশেষ

আরও খবর

অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


মহামারিতেও থেমে নেই সংখ্যালঘু পীড়ন

মহামারিতেও থেমে নেই সংখ্যালঘু পীড়ন


বরিশালে সংকটের নেপথ্যে ক্ষমতার সংঘাত

বরিশালে সংকটের নেপথ্যে ক্ষমতার সংঘাত


বঙ্গবন্ধুকে দাফনের আগেই দুই রাষ্ট্রপতি,স্পীকারসহ ২১ মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়ে যান খুনী মোশতাকের!

বঙ্গবন্ধুকে দাফনের আগেই দুই রাষ্ট্রপতি,স্পীকারসহ ২১ মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়ে যান খুনী মোশতাকের!


দ. আফ্রিকা: গুলিতে নিহত বাংলাদেশি দোকানি, সর্বহারা দেড় শতাধিক

দ. আফ্রিকা: গুলিতে নিহত বাংলাদেশি দোকানি, সর্বহারা দেড় শতাধিক


শিয়াল ও জোনাকি যুগ

শিয়াল ও জোনাকি যুগ


আইসক্রিম সেলার

আইসক্রিম সেলার


গার্ডিয়ান এঞ্জেল সরিয়ে জেমস বন্ডের কুরুস্থাপন

গার্ডিয়ান এঞ্জেল সরিয়ে জেমস বন্ডের কুরুস্থাপন


দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


আসামে বন্দী রোহিঙ্গা কিশোরীকে কক্সবাজারে চায় পরিবার

আসামে বন্দী রোহিঙ্গা কিশোরীকে কক্সবাজারে চায় পরিবার