
লেখক: হাসান তামিম, ভিয়েনা অস্ট্রিয়া থেকে
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে অস্ট্রিয়ার ফেডারেল রাজ্যগুলিতে শুরু হয়েছে করোনাভাইরাসের গণপরীক্ষা। অস্ট্রিয়াতে বসবারত যে কেউ করোনাভাইরাসের এই এন্টিজেন পরীক্ষাটি করাতে পারবেন। এই পরীক্ষার সুবিধাটি জনগন বিনামূল্যে পাবেন, তবে এটি সকলের জন্য বাধ্যতামূলক নয়।
করোনাভাইরাসের এই পরীক্ষাটি করতে প্রথমেই সরকারি ওয়েবসাইটে österreich-testet.at গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে । এছাড়াও Oesterreich.gv.at কিংবা অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওয়েবসাইটে গিয়েও গণপরীক্ষার ব্যাপারে বিস্তারিত বিষয় জানা যাবে। অস্ট্রিয়ার প্রাদেশিক রাজ্যগুলোতে বেশ কয়েকটি করোনাভাইরাস অস্থায়ী গণপরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। রেজিষ্ট্রেশন ফরম অনলাইনে পুরণ করে পরীক্ষা কেন্দ্রে গিয়ে অনায়াসে করোনাভাইরাসের পরীক্ষা করাতে পারবেন অস্ট্রিয়া বসবাসকারী জনগন।
তবে কিছু প্রাদেশিক রাজ্য যেমন তিরোল এবং সালজবুর্গে অনলাইনে আবেদন করা ছাড়াই সরাসরি টেষ্ট করাতে পারবেন সেখানে বসবাসরত অধিবাসীরা। তবে যারা অনলাইনে আবেদন করতে পারেননি তারা সরাসরি ফোন করেও টেষ্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অস্ট্রিয়ার সরকার করোনাভাইরাস গণপরীক্ষার জন্য যে কেন্দ্রীয় ওয়েবসাইট চালু করেছে, সেখানে অস্ট্রিয়ায় বসবাসরত যেকোন ব্যক্তির আবেদন করার সু্যোগ রয়েছে। উল্লেখ্য সর্বনিম্ন ছয় বছরের বাচ্চারা এই করোনাভাইরাস গণপরীক্ষায় অংশগ্রহন করতে পারবে।
করোনাভাইরাসের গণপরীক্ষাটি অস্ট্রিয়ার সকল প্রদেশে একসাথে শুরু হচ্ছে না । রাজধানী ভিয়েনা, তিরোল এবং সালসবুর্গে এই গণপরীক্ষা শুক্রবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে। বুরগেনল্যন্ড এবং আপার অস্ট্রিয়াতে এই পরীক্ষা শুরু হবে যথাক্রমে ডিসেম্বরের ১০ এবং ১১ তারিখ। অস্ট্রিয়ার বাকী প্রদেশ গুলোতে ডিসেম্বরের ১২ তারিখ থেকে শুরু হবে। অস্ট্রিয়ায় করোনাভাইরাসে গণপরীক্ষার জন্য কেন্দ্রীয় ওয়েবসাইটে গেলে বিভিন্ন প্রদেশভিত্তিক পরীক্ষার সময়সীমাসহ যাবতীয়া তথ্যাদি পাওয়া যাবে।