
ভিয়েনা: পশ্চিম অস্ট্রিয়ার একটি ট্রেনে যাত্রীদের উপর এক ব্যক্তির ছুরিকাঘাত করার ঘটনায় দু’জন যাত্রী গুরুতর আহত হন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার অস্ট্রিয়ার সর্বপশ্চিমে ভোরালবার্গ প্রদেশের সুলজ গ্রামের কাছে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী ৬০ বছর বয়সি জার্মান নাগরিক। তাকে মানসিকভাবে বিভ্রান্ত মনে হচ্ছিলো।
ছুরিকাঘাতে আহত দু’জনের একজন ১৯ বছরের তরুণ। তিনি পাকস্থলি এবং পিঠে আঘাত পান। অপরজন ১৭ বছরের একজন কিশোর। তার গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। তাদের উভয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত শনিবার সুইজারল্যান্ডের একটি ট্রেনে একজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী নিহত এবং ৫ জন আহত হন। পরবর্তীকালে হামলাকারীও নিহত হয়। অস্ট্রিয়ার পুলিশ সেই ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার যোগসূত্রের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ