
ডেস্ক : সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চরম দুর্দশা অবস্থা যাচ্ছে। সর্বশেষ টানা পাঁচটি টেস্টে হেরেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০-তে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। দলের এমন বাজে অবস্থার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক রডনি মার্শ।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান নির্বাচকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
তবে তার পরিবর্তে এখনো বিকল্প কারো নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
৬৯ বছর বয়সী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার মার্শ এ ব্যাপারে বলেন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত।ক্রিকেট অস্ট্রেলিয়ার কারো কোনো চাপ কিংবা পরামর্শে আমি এমন সিদ্ধান্ত নেইনি। এটা পরিস্কার যে এখন নতুন করে কিছু ভাবার সময় এসেছে। ভবিষ্যত নিমার্ণের লক্ষ্যে আমাদের টেস্টের উন্নতির জন্য নতুন কিছু মুখ প্রয়োজন। আমি আমার হৃদয় দিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এর উন্নতির জন্যই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি আশা করছি, অধিনায়ক, কোচ এবং পুরো দল আবারও সেরাটা দিয়ে সামনে এগিয়ে যাবে। আমরা আবারও অসাধারন দলে পরিণত হবো
হোবার্টে সদ্য সমাপ্ত টেস্টে প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে শেষ ৮ উইকেট ৩২ রানে হারিয়ে ম্যাচ হেরেছে ইনিংস ও ৮০ রানের বিশাল ব্যবধানে।
অবশ্য নির্বাচক হওয়ার আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্শ। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটিতে প্রথমে জায়গা পেয়েছিলেন ২০১১ সালে। ২০১৪ সালের মে মাসে নির্বাচক কমিটি চেয়ারম্যান হন তিনি।
সম্পাদনা: জাবেদ চৌধুরী