
কুমিল্লা: অন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কুমিল্লা শহরতলীর সাতোরা এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মনির হোসেন (২৭), মো. সোহাগ (২৩), মাইন উদ্দিন (২২), আহসান হাবিব ফুয়াদ (২০), মেহেদী হাসান বাবু (২০) ও মো. জহির (২০)। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
ডিবি সূত্রে জানা গেছে, ডিবির এসআই সহিদুল ইসলাম ও এসআই মো. শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি টিম বৃহস্পতিবার ভোরে শহরতলীর সাতোরা এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় ডাকাত সদস্যকে তারা গ্রেফতার করে।
ডিবির ওসি একেএম মঞ্জুর আলম বলেন, “গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে কোতয়ালীসহ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।”
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের