
বরিশাল: অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত, প্রতারক ও ছিনতাইকারী দলের ১১ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। বরিশাল-ফরিদপুর মহাসড়কের হামিরদি ও ফরিদপুরের ভাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে বরিশালের রুপাতলীতে র্যাব-৮ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক ও মিডিয়া মুখপাত্র মেজর আদনান কবির এ তথ্য জানান।
র্যাব সূত্র জানায় বুধবার দিবাগত রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ইমাম হোসেন পলাশ সহ তিন ডাকাতকে র্যাব আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আরো আট সদস্যকে ভাঙ্গা থানার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
প্রতারকরা বিভিন্ন নামে সাধারণ মানুষের কাছে ভুয়া পরিচয় দিয়ে অর্থ সংগ্রহ করে আসছিলো। এরা প্রতারণা ছাড়াও মাদক ব্যাবসা ও ডাকাতিতে অংশ নিতো। র্যাব আরো জানায় এই চক্র ছাড়াও তাদের সহযোগী এবং সক্রিয় অন্যান্য অপরাধী চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, এসময় তাদের কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্স-ফাইভ মিলিমিটারের ১ টি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি রামদা, তিন বোতল ফেনসিডিল, ২৩টি মোবাইল, ৬০টি সিম, তিনটি গাছ কাটার করাত ও ৩২০ পিস ইয়াবা, ১ টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
এ অভিযানে আটককৃতরা হলেন, মোঃ ঈমাম হোসেন পলাশ, কৃষ্ণ কান্ত মজুমদার, মোঃ সুমন হোসেন, ইসরাফিল মাতুব্বর, আসাদুর রহমান, রবি চন্দ্র দাস, সোহেল তালুকদার, নূর হোসেন, জুয়েল মাতুব্বর, মোঃ সোহেল মাতুব্বর ও রাধ্যেশ্যাম মন্ডল।
আটকৃকতরা সবাই ভাঙ্গা থানার বাসিন্দা হলেও মোঃ সুমন হোসেন ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা।
এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব -৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।
নিউজনেক্সটবিডি ডটকম/বরিশাল অফিস/জাই