
ঝিনাইদহ: জেলার কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি, ফেনসিডিল, ইয়াবা, বিদেশি মদ, নগদ টাকা ও পুলিশের পোশাকসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
সোমবার ভোরে কোটচাঁদপুর শহরের আদর্শপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের মমিন পাঠানের ছেলে পৌর কাউন্সিলর রেজাউল পাঠান (৪০), কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে মোশাররফ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে নাটু মল্লিক (৩৪)।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কোটচাঁদপুরের আদর্শপাড়ায় সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ও মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।
এ সংবাদে রাতে অভিযান চালায় তারা। সে সময় ১টি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, বিদেশি মদ, ইয়াবা, ফেনসিডিল, ৫টি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল, দুইটি ইয়ার গানের বাট, নগদ ১ লাখ ১৯ হাজার টাকাসহ তাদের আটক করে। আটককৃতরা উদ্ধারকৃত অস্ত্র দিয়ে এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ