
ডেস্ক: এই বছরটাকে স্বপ্নের মতো ভাবতেই পারেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। কারণ এ বছর অনেকগুলো অর্জন আছে তার ক্যারিয়ারে। চলতি বছরই দ্বিতীয় উইম্বলডন শিরোপা দেখা পেয়েছেন মারে। জয় করেছেন এটিপি ওয়ার্ল্ড ট্যুরের শিরোপা। ক্যারিয়ারে প্রথমবারের মতো এ খেতাব নিজেদের ঝুলিতে ভরলেন। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর রিও অলিম্পিকের স্বর্ণটাও এসেছে এ বছরই।
সর্বশেষ তার সাফল্যের ডানায় যুক্ত হয়েছে আরো একটি পালক। বিবিসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করলেন ব্রিটিশ এ টেনিস রাজা। তৃতীয় বারের মতো বিবিসির সেরা খেলোয়াড়ের খেতাব জয় করে গড়েছেন নতুন রেকর্ডও। প্রথম ক্রীড়াবিদ হিসেবে তৃতীয়বারের মতো এ শিরোপা জয় করলেন মারে।
এর আগে, ২০১৩ সালে বিবিসির বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জয় করেছিলেন। সেবারই উইম্বলডনের প্রথম শিরোপার দেখা পেয়েছিলেন। এক বছর বিরতি শেষে আবারো বিবিসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন। নোভাক জোকোভিচের কাছ থেকে নাম্বার ওয়ান জায়গাটি দখল করা ব্রিটিশ তারকা নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন এভাবে, ‘ব্রিটিশ ক্রীড়াঙ্গনের জন্য বছরটা দুর্দান্ত। এই সাফল্যের অংশ হতে পেরে আমি গর্বিত।’
গ্রন্থনা: কবির