
স্টকহোম: সত্তরের দশকের সাড়া জাগানো সুইডিশ পপ গ্রুপ অ্যাবা’র সদস্যরা ৩০ বছর পর আবার একসঙ্গে স্টেজে গান গাইলেন।
গত রোববার স্টকহোমের বার্নস হোটেলে একটি প্রাইভেট পার্টিতে গান করেন তারা। মূলত গ্রুপের গীতিকার বিয়র্ন উলভাইয়াস এবং বেনি অ্যান্ডারসনের প্রথম সাক্ষাতের ৫০ বছর পূর্তি উপলক্ষে একত্রিত হন তারা। ১৯৬৬ সালের ৫ জুন এই মানিকজোড়ের প্রথম সাক্ষাত ঘটে।
স্বল্প সংখ্যক শ্রোতার উপস্থিতিতে অ্যাবার দুই নারী সদস্য অ্যাগনেথা ফল্টসকগ এবং অ্যানি-ফ্রিড লিংস্টেড ১৯৮০ সালের সাড়া জাগানো গান ‘মি অ্যান্ড আই’ গেয়ে শোনান। এসময় অপ্রত্যাশিতভাবে বিয়র্ন এবং বেনি স্টেজে ওঠে আসেন। তারপর তারা একসঙ্গে গান করেন।
খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় ১৯৮২ সালে অ্যাবা ভেঙ্গে যায়। ভক্তদের দাবি সত্ত্বেও গ্রুপের সদস্যরা ব্যান্ডের পুনর্মিলনের বিষয়টি বারবার প্রত্যাখ্যান করেছেন। অবশ্য ১৯৮৬ সালে অ্যাবার সদস্যরা প্রকাশ্যে একসঙ্গে স্টেজ পারফরমেন্স করেছিলেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে গ্রুপের চার সদস্য সুইডেনের রাজধানী স্টকহোমে একটি রেস্তোরাঁর উদ্বোধন উপলক্ষে একত্রিত হয়েছিলেন।
অ্যাবা বিশ্বের সবচেয়ে সফল ব্যান্ড দলগুলোর মধ্যে একটি। বিশ্বজুড়ে এই গ্রুপের ৩৮০ মিলিয়ন রেকর্ড বিক্রি হয়। মামা মিয়া, ড্যান্সিং কুইন এগুলো অ্যাবার বিখ্যাত গান। ম্যুরিয়েল’স ওয়েডিং অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট ইত্যাদি হলিউডি ছবিতে অ্যাবার গান ব্যবহৃত হয়। সূত্র: ইনডিপেনডেন্ট
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই