
ওয়াশিংটন: গোপন তথ্য ফাঁস করা প্রতিষ্ঠান উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে জঙ্গি গোষ্ঠী আইএস’র কাছে অস্ত্র বিক্রি করেছেন হিলারি ক্লিনটন। সেইসঙ্গে তিনি দাবি করেন, এই বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে।
মার্কিন সংবাদ মাধ্যম ডেমোক্রেসি নাউ’কে দেয়া এক সাক্ষাতকারে জুলিয়ান অ্যাসাঞ্জ লিবিয়া, সিরিয়া এবং আল কায়েদা ও আইএস’র সঙ্গে সরাসরি সংযুক্ত হিলারির ফাঁস হওয়া ১ হাজার ৭০০ ইমেইলের কথা প্রকাশ করেন।
দ্য পলিটিকাল ইনসাইডার.কম এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লিবিয়ার গাদ্দাফি সরকারকে উৎখাত করার জন্য কাতারে মার্কিন অস্ত্রের চালানের অনুমোদন দেন। লিবিয়ার বিদ্রোহীদের প্রতি কাতারের সমর্থন ছিল। এছাড়া আসাদ সরকারের পতন ঘটাতে সিরিয়ায়ও এসব অস্ত্র সরবরাহ করা হয়।
সিরিয়ায় সরকার পরিবর্তনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র নেতৃত্বাধীন বিদ্রোহে ভূমিকা রাখার জন্য তথাকথিত সিরিয়ার বন্ধুদের (আল কায়েদা/আইএস) সংগঠিত করার কাজে নেতৃত্ব দেন হিলারি ক্লিনটন।
২০১৩ সালে লিবিয়ার বেনগাজিতে সন্ত্রাসী হামলার পরে হিলারি প্রকাশ্যে শপথ করে অস্ত্র চালানের বিষয়ে তিনি কিছু জানতেন না বলে উল্লেখ করেন। সূত্র: ডেইলি সান
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি