
ডেস্ক: মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এর বাংলাদেশ প্রধান শায়খ আবু ইবরাহিম আল-হানিফ বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে জানিয়েছে কানাডার একটি পত্রিকা।
মঙ্গলবার কানাডার ন্যাশনাল পোস্ট এর একটি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীই আইএস ম্যাগাজিন দাবিক এ উল্লেখিত বাংলাদেশ প্রধান শায়খ আবু ইবরাহিম আল-হানিফ।
তবে পুলিশের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে দেশে আইএসের অস্তিত্ব নেই। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, এসব তথ্য ভিত্তিহীন। দেশে আইএসের কোনো সদস্য নেই।
তবে কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের রিসাইলেন্স রিসার্চ সেন্টারের পোস্ট ডক্টর অধ্যাপক অমর নাথ অমরাসিঙ্গাম ন্যাশনাল পোস্টকে জানান, তামিম চৌধুরী এক সময় কানাডার অন্টারিওর উইন্ডসর শহরে থাকতেন। যারা তামিমকে চিনতেন তারা বলেছেন, তিনি শান্ত প্রকৃতির ছিলেন।
বিদেশি যোদ্ধাদের নিয়ে গবেষণারত এই অধ্যাপক জানান, তিনি জানতে পেরেছেন, তামিম চৌধুরী পুলিশের হয়রানির কারণে বাংলাদেশে ফিরে গেছেন।
এদিকে কানাডার সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস এর পরিচালক গত মার্চে জানিয়েছিলেন, কানাডা থেকে ১৮০ জন চরমপন্থী বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য দেশটি ছেড়ে চলে গেছেন। তবে ৬০ জন সন্ত্রাসী আবার কানাডায় ফিরে এসেছেন। এছাড়া পুলিশ ডজনখানেক সন্ত্রাসীকে দেশত্যাগ করতে বাধা দিয়েছে।
গত মাসে আইএসের ইংরেজি ম্যাগাজিন ‘দাবিক’ এ বাংলা অঞ্চলে ইসলামিক স্টেট বা আইএ’ খলিফার সেনাদের আমির হিসেবে শায়খ আবু ইবরাহিম আল-হানিফের পরিচয় তুলে ধরে। সেখানে তামিম চৌধুরীর একটি সাক্ষাতকার প্রকাশ করা হয়।
ওই সাক্ষাতকারে শায়খ আবু ইবরাহিম জানান, কৌশলগত কারণে বাংলাদেশে শক্তঘাঁটি গড়ে তুলতে চায় আইএস। সূত্র: ন্যাশনাল পোস্ট
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই