
আংকারা: জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে সিরিয়ায় যৌথ অভিযান পরিচালনার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বৃহস্পতিবার এই আহ্বান জানান।
তিনি তুরস্কের বেসরকারি টিভি এনটিভি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা সবসময়ই রাশিয়াকে দায়েশ(আইএস)বিরোধী যৌথ অভিযানের জন্য বলেছি। সেইসঙ্গে তিনি জানান, প্রস্তাবটি এখনো আলোচনার টেবিলে আছে।
রাশিয়া এবং তুরস্কের সাধারণ শত্রু আইএস জিহাদীদের বিরুদ্ধে সিরিয়ায় উভয় দেশের একসঙ্গে যুদ্ধ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আসুন সন্ত্রাসী এই গ্রুপের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করি। ফলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নির্মূল করা যাবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, আমরা যদি তা না করি তাহলে এই গোষ্ঠী অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে।
তিনি দুই দেশের প্রেসিডেন্টের পাশাপাশি সামরিক কর্মকর্তাদেরও এই আলোচনায় অংশ নেয়া জরুরী বলে উল্লেখ করেন।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্দেশ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান গত মঙ্গলবার দেশটি সফর করেন। ১৫ জুলাই সেনাবাহিনীর একটি গ্রুপের ব্যর্থ অভ্যুত্থানের পর এটিই তার প্রথম বিদেশ সফর ছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই