
ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কোনো আইএস নেই, যারা আছে তারা জামায়াতের প্রেতাত্মা। দেশকে অস্থিতিশীল করতেই তারা গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়েছিল।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সহকারীদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের বিচার চলছে। এ বিচারকে বানচাল করতেই তারা গুলশানে হামলা চালিয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জঙ্গিদের বিচার আইনানুযায়ী হবে। কিন্তু সামাজিক প্রতিরোধের অংশ হিসেবে জঙ্গিদের জামিনে বাধা দিতে হবে। কোর্টে জঙ্গিদের জামিন চাওয়া প্রতিরোধ করতে হবে। এজন্য জঙ্গিদের পক্ষে কোনো ওকালতনামা আদালতে জমা দেবেন না।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো আইএস নেই। আইএস নামে যেটা আছে তারা জামায়াতের প্রেতাত্মা। যুদ্ধাপরাধীদের বিচার যেন সরকার শেষ না করতে পারে সেজন্যই অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, যারা জঙ্গিদের সঙ্গে আছে তাদের সঙ্গে কোনো ঐক্য নেই। সরকার জঙ্গি নির্মূল করতে চায়। দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এক পার্সেন্ট লোক নাও থাকতে পারেন।
তিনি বলেন, ৩০ বছর আগে যারা আপনাদের জন্য আইন করতে চেয়েছিল তারা আজকের অনুষ্ঠানেও আসেননি। আমার গাড়ির নিচে মাথা দেয়ার দরকার নেই, আমাকে মার্ডার কেসের আসামি করতে হবে না। আন্দোলনের হুমকিরও দরকার নেই, আইন নিয়ে কথা বলারও দরকার নেই। এই আইন হবেই। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে পরবর্তী অধিবেশনে আপনাদের আইন করা হবে।
অ্যাডভোকেট আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী আইনজীবী না হয়েও আপনাদের (আইনজীবীদের ক্লার্কদে) বিষয়ে চিন্তা করেছেন, আপনারা স্বীকৃত। আপনাদের আইন তৈরি করে স্বীকৃতি দিলে আমাদেরও সম্মান বাড়বে। আপনাদের আইন হবেই। তিনি আরো বলেন, আপনারা হাতে হাত রেখে কাজ করেন। যারা জঙ্গিবাদকে মদদ দিচ্ছে আমরা তাদের এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবো।
তিনি বলে, গণতন্ত্র, শান্তি, শৃংখলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা বন্ধ করতে চেয়েছিল তাদের ইষা, হিংসা এবং দেশকে অকার্যকর রাষ্ট্র তৈরির চেষ্ট্রাই হচ্ছে আইএস।
আইনজীবী সহকারী সমতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, নুরুল ইসলাম সুজন এমপি, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জে এড আই খান পান্না, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও আইনজীবী সহকারী সমিতির প্রচার সম্পাদক মো. হুমায়ন কবির।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/জাই