
কাবুল: পাকিস্তান ও আফগানিস্তানে কথিত ইসলামিক স্টেট বা আইএস নেতা হাফিজ সাঈদ খান যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় গত মাসে মারা গেছেন বলে দাবি করেছে পেন্টাগন। এর আগে গত বছর আফগানিস্তান সরকার বলেছিল, নাঙ্গাহার প্রদেশে ড্রোন হামলায় হাফিজ সাঈদ মারা যান।
তবে আইএস ওই দাবি অস্বীকার করে বলেছে, তাদের নেতা ওই হামলায় বেঁচে গেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্র বলেছে, ২৬ জুলাই নাঙ্গাহারের আচিন জেলায় ড্রোন হামলায় মারা যান সাঈদ। কাবুলে আইএস’র সবচেয়ে বড় হামলায় ৮০ জন নিহত ও ২৩০ জন আহত হওয়ার তিনদিন পর হামলাটি করেছিল যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের মুখপাত্র গর্ডন ট্রব্রিজ বলেন, একটি বিমান হামলায় হাফিজ সাঈদ মারা গেছেন। তবে সেটা ড্রোন হামলা ছিল কিনা তা স্পষ্ট করেন নি তিনি। ট্রব্রিজ বলেন, আফগানিস্তান বিশেষ করে নাঙ্গাহার প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিপক্ষে সরাসরি হামলা ও সন্ত্রাসাবাদে জড়িত ছিলেন সাঈদ।
২৬ জুলাই আফগান বাহিনী জানিয়েছিল, এক অপারেশনে ১২০ আইএস জঙ্গি নিহত হয়েছেন। তবে তারা কোট জেলার কথা বলেছিলেন, আচিনের নয়। এমনকি সাঈদের কথাও বলেনি তারা। আফগানিস্তানে জানুয়ারি মাস থেকে তালেবানের সাথে আইএস’র সংঘর্ষ চলে আসছে।
তালেবান এবং অন্যান্য স্থানীয় দলগুলো আইএস’র কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইএস কিছুটা সমর্থনও আদায় করে নিয়েছে। তালেবান সদস্যদেরও নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে আইএস। কয়েকজন কমান্ডার আইএসকে সহায়তার ঘোষণাও দিয়েছেন। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই