
ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে সমকামীদের নাইটক্লাবে হামলাকারী আইএসযোদ্ধা বা তাদের হয়ে হামলা করেছেন- এমন সুস্পষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
তবে সমকামী ক্লাব ‘পালস’ এ হামলার বিষয়টিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় সময় রোববার ভোরের ওই হামলায় ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হন। এফবিআই’র পরিচালক বলছেন, হামলাকারী ওমর মতিন ইন্টারনেটের মাধ্যমে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়েছিলেন।
এদিকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞার তার পুরনো দাবি নতুন করে উত্থাপন করেছেন। তিনি বলেন, নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করবেন তিনি।
মার্কিন কর্তৃপক্ষ বলছে, হামলার আগে ওমর মতিন আইএসকে সহায়তার অঙ্গীকার করেছেন। তবে তার আইএস সংশ্লিষ্টতার বিষয়টি এখনো স্পষ্ট নয়।
ওয়াশিংটনে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, শেষ মুহূর্তে হামলাকারী ওমর মতিন আইএসকে সহায়তার অঙ্গীকার করেছিলন। তবে সে আইএস কর্তৃক পরিচালিত এমন কোন প্রমাণ নেই।
তিনি বলেন, ‘এটা হচ্ছে দেশে বেড়ে ওঠা সন্ত্রাসীদের একটি সুনির্দিষ্ট উদাহরণ। যা নিয়ে দীর্ঘ সময় ধরে উদ্বেগের মধ্যে আছি আমরা।’ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ ওই হামলার পর পুলিশের অভিযানে হামলাকারী মতিনও নিহত হয়। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই