
ঢাকা: কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে হত্যার হুমকি দিয়েছে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের লোকজন।
শনিবার বিকালে ক্ষুদে বার্তার মাধ্যমে তাকে এ হত্যার হুমকি দেয়া হয়।
আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সম্প্রতি তিন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, খোরশেদ আলম রাসু ও পিচ্চি হেলালকে কাশিমপুর কারাগার থেকে যশোর, কুমিল্লা ও রাজশাহী কারাগারে পাঠানো হয়। এরপর সাংবাদিক পরিচয়ে কিলার আব্বাসের লোকজন ‘শেষ দেখে নেওয়া হবে’ বলে মুঠোফোনে খুদেবার্তায় হুমকি দেন।
তিনি জানান, ০১৭৫৬৮১৭২৬৯ মোবাইল নম্বর থেকে একটি এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘জনাব, আইজি আপনি কি পাগল হয়ে গেছেন? রমজানের ঈদ আসছে। এই মুহূর্তে আপনি আমার ভাইকে যশোর কারাগারে পাঠাচ্ছেন! এবার আমি আপনাকে ক্ষমা করবো না। আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/টিএস