
ঢাকাঃ ‘যতই ঘুড়ি ওড়াও রাতে/ লাটাই তো আমার হাতে’ গানের সাথে আইটেম গার্ল হিসেবে দর্শক পাবেন তিশাকে। না, নতুন কোন সিনেমা নয়, একটি টিভি নাটকের গল্পের প্রয়োজনে আইটেম গানে নাচবেন তিশা, সাথে ছয়জন সহশিল্পী।
‘অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠালাভের আশায় মফস্বল শহর থেকে রাজধানীতে আসা একটি মেয়ের সংগ্রাম নিয়েই নাটকের গল্প’
অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠালাভের আশায় মফস্বল শহর থেকে রাজধানীতে আসা একটি মেয়ের সংগ্রাম নিয়েই নাটকের গল্প। সম্প্রতি ঢাকার খিলগাঁও ও রূপগঞ্জের আশপাশে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ‘বোকাবাক্স’ নামের এই নাটকটির রচয়িতা ও পরিচালক আবুল হায়াত মাহমুদ।
তিনি জানান, ঈদের আগে বা পরে যেকোনো সময় একটি টিভিতে প্রচারিত হবে নাটকটি। নুসরাত ইমরোজ তিশা ছাড়াও নাটকটির অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও সুজাত শিমুল।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস