
গাজীপুর: ২০০৮ সালে গাজীপুরে আইনজীবী ফিরোজ জামান সোহেল হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনামুল হক বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচজন হলেন পটুয়াখালীর মধ্য মদনপুরা এলাকার আবদুর রউফের স্ত্রী মোসাম্মৎ আমেনা বেগম, তার তিন ছেলে মো. তিথি, মো. বাপ্পী ও সজল এবং গাজীপুরের কাপাসিয়ার ফুলবাড়িয়ার কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল। রায় ঘোষণার সময় ওই পাঁচজনের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন তিথি ও বাপ্পী।
মামলার বিবরণ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৮ সালের ৯ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে গাজীপুরের রথখোলা এলাকার সোহরাব উদ্দিন ভান্ডারীর ছেলে ফিরোজ্জামান সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামিরা। পরে সোহেলের বাবা বাদী হয়ে জয়দবেপুর থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে পাঁচজনের নামে ২০০৮ সালের ১০ জুলাই অভিযোগপত্র দাখিল করে।
তারপর থেকে দীর্ঘ ৮ বছর শুনানি ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।
নিউজনেক্সতবিডি ডটকম/এসপিকে/এসআই