
ভিয়েনা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিশ্বাস করে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব নয়।’
বৃহস্পতিবার আওয়ামী লীগ’র ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিয়েনায় (অস্ট্রিয়া) আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ জনগণকে আইনি সেবা প্রদানে কাজ করে যাচ্ছে যার সুফল জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছে।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের বিচার বিভাগ অতীতের যে কোনো সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করছে।
মন্ত্রী বলেন, ‘যেখানে আইনের শাসন প্রতিষ্ঠত হয় সেখানে গণতন্ত্রের দ্রুত বিকাশ ঘটে। তাই আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা কিছুতেই পিছপা হতে চাই না।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই