
ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় রোববার থেকে অনুষ্ঠিত হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের আইপিইউ) ১৩৫তম অ্যাসেম্বলি। এতে যোগ দিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল জেনেভার উদ্দেশে শনিবার ঢাকা ছাড়েন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন. বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, বেগম নাসিমা ফেরদৌসী, রেজওয়ান আহম্মদ তৌফিক, রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন, এম এ আউয়াল, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার প্রমুখ।
আইপিইউ বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা একশো ৭০ এবং সহযোগী সংস্থা ১১টি। স্বাধীনতার পর ১৯৭২ বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউ’র সদস্যপদ লাভ করে। জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী অইপিইউ’র বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট।
প্রতিবছর আইপিইউ’র দুটি অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। ১৩৬তম অ্যাসেম্বলি ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের অ্যাসেম্বলিতে আলোচনার বিষয়, হিউম্যান রাইটস এবিউজ এজ প্রিকোর্সার্স অব কনফ্লিক্ট : পার্লামেন্ট এজ আরলি রেসপনডার্স।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের