
স্পোর্টস ডেস্ক: ভারতের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের দশম আসরে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে। সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজ ছাড়াও আসন্ন এ আসরের নিলামে মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, তাসকিন আহম্মেদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির ও বিজয়কে তোলা হবে। তারা যদি কোনো ফ্রাঞ্চাইজি পেয়ে যান, তাহলে প্রথমবারের মতো দু’য়ের অধিক বাংলাদেশি ক্রিকেটারকে দেখতে পারবেন সমর্থকরা।
নিলামের এখনো তিন দিন বাকী আছে। আর এ আসরের পর্দা উঠবে আগামি ৫ এপ্রিল। বাংলাদেশ জাতীয় দলে থাকা ক্রিকেটাররা যদি আইপিএল’র নিলামে কোনো ফ্রাঞ্চাইজি পেয়ে যান, তাহলে শুরুতেই তারা মাঠে নামতে পারবেন না। কারন আগামি মাসের প্রথম সপ্তাহে টাইগারদের শ্রীলঙ্কায় সফর করতে হবে। পূর্ণাঙ্গ ঐ সফরে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আগামি ৮ এপ্রিল সফর শেষে ঢাকায় পা রাখবেন সাকিব-তামিম-মুস্তাফিজরা।
অথচ উদ্বোধনী ম্যাচেই মুস্তাফিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। অন্যদিকে, সাকিব আল হাসানের দল কলকাতা নাইটরাইডার্স মাঠে নামবে ৭ এপ্রিল। সাকিবও নিজের প্রথম ম্যাচে দলের সাথে থাকতে পারবেন না। সবকিছু ঠিক থাকলে এবং বিসিবির ছাড়পত্র পেলে ১২ এপ্রিল মুস্তাফিজ ও ১৩ এপ্রিল সাকিব মাঠে নামবেন।