
মাদ্রিদ: ভারতীয় চলচ্চিত্রের বহুল আলোচিত আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শেষ দিন ২৬জুন রোববার। স্পেনের মাদ্রিদে গত ২৩ জুন শুরু হয়েছিল চারদিন ব্যাপি ১৭তম আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সারা বছর ধরে ভারতীয় সিনেমাপ্রেমী থেকে তারকা সকলেরই চোখ থাকে আইফার দিকে। কার মাথায় উঠল সেরার মুকুট? কোন ছবিই বা জিতে নিল সর্বাধিক অ্যাওয়ার্ড? সেরা হলেল কোন গায়ক-গায়িকা? সেরা পরিচালকই বা কে?
তাহলে জেনে নেওয়া যাক এবার সেরার শিরোপাগুলো কারা নিলেন।
সেরা ছবির শিরোপা পেয়েছে:
বজরঙ্গি ভাইজান।
সেরা পরিচালক:
সঞ্জয় লীলা বনশালী (বাজিরাও মাস্তানি)।
সেরা অভিনেতা:
রণবীর সিংহ (বাজিরাও মস্তানি)।
সেরা অভিনেত্রী:
দীপিকা পাড়ুকোন (পিকু)।
সেরা সহ-অভিনেতা:
অনিল কাপুর (দিল ধড়কানে দো)।
সেরা সহ-অভিনেত্রী:
প্রিয়ঙ্কা চোপড়া (বাজিরাও মস্তানি)।
সেরা ভিলেন:
দর্শন কুমার (এন এইচ ১০)।
সেরা কমিক চরিত্র:
দীপক ডব্রিয়াল (তনু ওয়েডস মনু রিটার্নস)।
সেরা নবাগত অভিনেতা:
ভিকি কৌশল (মাসান)।
সেরা নবাগতা অভিনেত্রী:
ভূমি পেড়কর (দম লাগা কে হাইসা)।
সেরা অভিষেক জুটি:
সূরজ পাঞ্চোলি এবং আথিয়া শেঠি (হিরো)।
সেরা গল্প:
জুহি চতুর্বেদি (পিকু)।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই