আইফা’র সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শ্রীদেবী

মুম্বাই: বলিউডের ছবিতে অসামান্য অবদানের জন্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি’র (আইফা) সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শ্রীদেবী। আগামী সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবে এর পরবর্তী আসর। সেখানেই শ্রীদেবীর হাতে তুলে দেয়া হবে এই সম্মাননা।
দীর্ঘ ক্যারিয়ারে শ্রীদেবীর বলিউডে উল্লেখযোগ্য অনেক ছবিতে কাজ করেছেন। শুধু হিন্দি ছবিতে নয় কাজ করেছেন দক্ষিণী ছবিতেও। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো-‘সাদমা’, ‘হিম্মতওয়ালা’, ‘আগ অর শোলা’, ‘ মি.ইন্ডিয়া’ ও ‘ইংলিশ ভিংলিশ’ সহ অসংখ্য ছবি।
আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের প্রায় দেড়শো তারকা। সূত্র: এনডিটিভি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই