
ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৫ তে প্রথম স্থান লাভ করেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান এর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন বলে আইবিবিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এম. খাইরুল হোসাইন, আইসিএমএবির সভাপতি আরিফ খান, এফসিএমএ, আইসিএমএবি অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মুজাফফার আহমেদ, এফসিএমএসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রন্থনা: রিজাউল করিম, সম্পাদনা: জাহিদ