
ঢাকা: দেশে একচ্ছত্র আওয়ামী আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘এদেশে বর্তমানে যেমন মানুষের কথা বলার স্বাধীনতা ও কোন গণতান্ত্রিক অধিকার নেই, তেমনি দেশের নাগরিকদের ব্যক্তিগত কোন আচার-অনুষ্ঠান পালনেরও কোন অধিকার নেই। দেশে যেন একচ্ছত্র আওয়ামী আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ এবং তাদের ভোটারবিহীন সরকারের জন্য সবকিছুই জায়েজ, কিন্তু দেশের সকল বিরোধী দল এবং সাধারণ মানুষের কোন নাগরিক অধিকার নেই।’ আওয়ামী লীগ সরকার নিশ্চিতভাবেই বোঝে যে, তাদের ভয়াবহ দু:শাসনে দেশের মানুষ চরম ক্ষুদ্ধ, সেহেতু নিজেদের ব্যর্থতাকে ঢেকে দেয়ার জন্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে নানামূখী চক্রান্তের ডালপালা বিস্তার করেছে বলে জানান তিনি।
বিএনপির বিরুদ্ধে নীল নকশা তৈরি করা হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য যে নীলনকশা দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করা হচ্ছে সেখানে সরকার কোন সফলতা না পেয়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলার হিড়িক অব্যাহত আছে।’
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারী পরোয়ানা সরকারের নির্দেশেই করা হয়েছে। এটা শাসকগোষ্ঠীর প্রতিহিংসামূলক রাজনীতির আরেকটি পদক্ষেপ বলে মনে করেন বিএনপির এ নেতা। বিএনপিকে ধ্বংস করার জন্যই এই চেষ্টা মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ নামক রাষ্ট্রকে গভীর খাদের মধ্যে নিক্ষেপ করার জন্য বেগম জিয়াকে বিপর্যস্ত করা তাদের জন্য জরুরী হয়ে পড়েছে। বিএনপিকে ধ্বংস এবং বিএনপি চেয়ারপারসনকে বিপর্যস্ত করার জন্য সরকারের সর্বাত্মক অপচেষ্টা ব্যর্থ হওয়াতেই তারা এখন বেপরোয়া ও কাণ্ডজ্ঞানহীন চক্রান্তে লিপ্ত হয়েছে।’
সাম্প্রতিক ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সম্প্রতি গোবিন্দগঞ্জ, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ীঘরে যে তাণ্ডব চালানো হয়েছে তাতে শাসকদলের সুস্পষ্ট জড়িত থাকার ঘটনায় সরকারের বিরুদ্ধে যেভাবে ধিক্কার উঠেছে সেটিকে ধামাচাপা দিতেই জনগণের দৃষ্টিকে ঘুরিয়ে দেয়ার জন্য আজকে খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে যেটি সরকারের একটি নোংরা কৌশল।’
বিএনপি মহাসচিব অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে জারীকৃত গ্রেফতারী পরোয়ানা ও রাজনৈতিক হীণ উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: সজিব ঘোষ