
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। দিবসটি সফল করতে ২৯ ও ৩১ ডিসেম্বর যৌথসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ ডিসেম্বর বৃহস্পাতিবার বিকাল তিনটায় ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঢাকার পার্শ্ববর্তী জেলা (ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর) ও উপজেলাসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হবে।
এতে আরো জানানো হয়, ৩১ ডিসেম্বর শনিবার দুপুর ১টায় ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, প্রতিটি থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যদের সাথে এক সভা অনুষ্ঠিত হবে।
সভাগুলোতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিবেদন: আশিক মাহমুদ, সম্পাদনা: ইয়াসিন আলী