
ঢাকা: আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কে দেখতে বিএসএমএমউইতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন।
প্রধানমন্ত্রী আজ বাংলাদেশ সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিতে হেলিকপ্টারে করে রাজশাহী যান। সেখান থেকে তিনি আওয়ামী লীগের সাধারন সম্পাদকের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। এরপর তিনি দুপুর সাড়ে ৩ টায় রাজশাহী থেকে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ ওবায়দুল কাদের কে দেখতে যান। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন। বিকেল ৪ টা ১০ মিনিটে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান।
প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পরে স্পীকার ড.শীরিন শারমিন চেীধুরি দেখা করতে আসেন।
এর আগে এর আগে রবিবার সকালে শ্বাস-প্রশ্বাসে সমস্যা নিয়ে ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন।সেখানে প্রথমে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরে তাকে সেখান থেকে বের করা হয়।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, সকাল সোয়া ৯টার দিকে তার এনজিওগ্রাম করানো হয়। এনজিওগ্রামের রির্পোটে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।
এনজিওগ্রাম করার সময় তার হার্টের তিনটি ব্লকের একটি ব্লক খোলা হয়েছে। এখোনো হার্টে আরও দুটি ব্লক রয়েছে। ওবায়দুল কাদেরের হার্টে এখন পর্যন্ত একটি রিং পরানো হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, তার অবস্থা এখনো সংকটাপন্ন।
গ্রন্থনা ও সম্পাদনা: শামীম ইশতিয়াক