
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সট বিডি ডট কম
উড়োজাহাজে ধূমপান আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। পৃথিবীর সব দেশে এ আইন মেনেই উড়োজাহাজ পরিচালনা করে কিন্তু ব্যতিক্রম জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাওয়া এক ভিডিওতে বিমানের জুনিয়র পার্সার হিসেবে কর্মরত মেরিয়ান অধিকারী মেরী’কে মাঝ আকাশে বিমানের খাবারের স্থানে ধূমপান করতে দেখা গেছে। সে ভিডিও নজরে এসেছে বিমান কর্তৃপক্ষের।

মেরী বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক। ভিডিও দেখে তাকে চিঠি দিয়েছে বিমান কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, মেরিয়ান অধিকারী (মেরী), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ইনফ্লাইটে ইউনিফৰ্ম পরিহিত অবস্থায় আপনি সিগারেট অথবা সিগারেটসদৃশ কিছু গ্রহণ করেছেন যা বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নজরে এসেছে। এমন কার্যকলাপ অপেশাদারিত্বমূলক আচরণের সামিল। উক্ত আচরণ বিমান বিধির পরিপন্থী।
এমতাবস্থায় আপনার এহেন কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৯৬ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। অন্যথায়, বিমানের বিদ্যমান প্রবিধান মালা অনুযায়ী আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উড়োজাহাজে ধূমপান জাতীয় কার্যক্রম ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ ধারা-০৭ এর পরিপন্থী।