
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্কে সবার মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয় বা কারও অসুস্থ কোনো ব্যক্তির সেবা করার প্রয়োজন হয়, তাহলেই কেবল মাস্ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর হেলথ ইমারজেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইক রায়ান এ তথ্য জানান।
মাইক রায়ান বলেন, ‘সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করার কারণে লাভ হচ্ছে—এ ধরনের কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। মূলত বিশ্বজুড়ে মাস্কের সঠিক ব্যবহারের পরিবর্তে অপব্যবহারই বেশি হচ্ছে। এ কারণে সারা বিশ্বে চিকিৎসা সরঞ্জামসহ মাস্কের চরম সংকট দেখা যাচ্ছে।’
এই পরিচালক আরও বলেন, ‘এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে আছেন স্বাস্থ্যকর্মীরা। কারণ তাঁরা প্রতিদিন, প্রতি সেকেন্ডে এই ভাইরাসের সংস্পর্শে আসছেন। অথচ ভয়াবহ ব্যাপার হলো, তাঁদের জন্যই পর্যাপ্ত মাস্ক নেই।’
যেসব স্বাস্থ্যকর্মী প্রতিনিয়ত করোনাভাইরাস আক্রান্ত রোগী সামাল দিচ্ছেন, এই মুহূর্তে তাঁদের মাস্ক ব্যবহার করা সবচেয়ে জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
এই মুহূর্তে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে নিরুৎসাহিত করে তিনি বলেন, ‘যদি কেউ অসুস্থ হন বা অসুস্থ কোনো ব্যক্তির সেবা করার প্রয়োজন হয়, তাহলেই কেবল মাস্ক ব্যবহার করবেন।’