
ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত নতুন ৭২ কিলোমিটার রেল লাইন নির্মাণে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রেল রুটের পুরোটা ডাবল লাইনে রূপান্তরিত করতে এই কাজ হাতে নেয়া হয়েছে।
বাংলাদেশের দু’টি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও তমা কনস্ট্রাকশন লিমিটেড এবং চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড যৌথভাবে এই নতুন লাইন নির্মাণ করবে। লুপ লাইনসহ মোট ১৮৪ কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৯৩৬ কোটি ২২ লাখ টাকা।
বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী এবং যৌথ কোম্পানির পক্ষে ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর চুক্তিতে সাক্ষর করেন। রেলভবনে বুধবার অনুষ্ঠিত এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। এ সময় রেলপথ সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে