আখাউড়া স্থলবন্দরে ১০ দিন ছুটি

ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা এবং লক্ষীপূজা উপলক্ষে দশদিন আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ বন্ধ শনিবার থেকে শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
বন্দর সূত্রে জানা গেছে, এ সময়ের মধ্যে ৯ ও ১০ অক্টোবর শুধুমাত্র মাছ রফতানি করা হবে। এসময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে বাংলাদেশ-ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গাপূজা এবং ১৫ অক্টোবর লক্ষীপূজা উপলক্ষে ১৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। ১৮ অক্টোবর থেকে যথারীতি বন্দরে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলবে।’
নিউজনেক্সটবিডি.কম/এটিএস/পিএ