
টঙ্গি: মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। আজ সকাল ১১ টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। দ্বিতীয় পর্বের মোনাজাত পরিচালনা করেন ভারতের মওলানা শামীম। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তির জন্য প্রার্থনা করা হয়।
মোনাজাতে অংশ নিতে মাঝরাত থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে অগ্রসর হতে থাকেন। লাখো লাখো মুসল্লি পায়ে হেটে ইজতেমা ময়দানে জড়ো হন। মাঝরাত থেকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক, আশুলিয়া, টঙ্গি, আব্দুল্লাহপুর ও উত্তরার রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুইদিন ধরে চলে এইবারের ইজতেমার প্রথম আসর। গত ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম আসর। ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয় ১৭ ফেব্রুয়ারি এবং আখেরি মোনাজাত শেষ হওয়ার কথা ছিলো ১৮ ফেব্রুয়ারি কিন্তু বৈরী আবহাওয়া ও সাদ পন্থীদের আবেদনের প্রেক্ষিতে মোনাজাত একদিন পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি করা হয়।
এর আগে এই বছরের ইজতেমা আয়োজন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। ইজতেমাকে কেন্দ্র করে মওলানা জোবায়ের ও মওলানা সাদ পন্থীদের দুইপক্ষের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ইজতেমা স্থগিত করা হয়। পরে সরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয় দুইপক্ষকে নিয়ে একটি সভা করেন। পরে ধর্ম মন্ত্রণালয় থেকে ইজতেমার জন্য মওলানা জোবায়ের পন্থীদের ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এবং মওলানা সাদ পন্থীদের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: শামীম ইশতিয়াক