
ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে মেট্রোরেল প্রকল্পে ২ হাজার ২শ ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকারের কাঠামো রূপান্তরে বৃহৎ প্রকল্পে ফাস্টট্র্যাক ভুক্ত প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে এই বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বাজেট বক্তৃতায় মেট্রোরেল প্রকল্প সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ‘ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চারটি চুক্তির মধ্যে দুটির শতভাগ এবং অপর একটির ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে, আশা করছি এর ডিটেল ডিজাইনের কাজ আগামী আগস্টে সমাপ্ত হবে।’
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিএমআরটিডিপি) শীর্ষক প্রকল্পটি জাতীয় গুরুত্বপূর্ণ ফাস্ট ট্র্যাক ভুক্ত একটি অন্যতম প্রকল্প। এ প্রকল্পের আওতায় মেট্রোরেল তথা এমআরটি লাইন-৬ বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মেয়াদ জুলাই ২০১২ হতে জুন ২০২৪ পর্যন্ত। প্রকল্পটি আর্লি কমিশনিং-এর জন্য ডিসেম্বর ২০১৯ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সে মোতাবেক ২০১৯ সালের মধ্যে উত্তরা এবং ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে। মোট ৮টি কানট্রাক্ট প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬ প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস