
নারায়ণগঞ্জ: উগ্রবাদীরা আগস্ট মাসকে বড় ধরনের হামলার জন্য বেছে নিতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা উড়াল সড়কের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এমনটা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, ‘ধর্মীয় উগ্রবাদীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে। বিশেষ করে আগস্ট মাসকে এরা বেছে নিতে পারে বড় ধরনের হামলার জন্য। এটা মাথায় রেখেই দলীয় এমপিদের এলাকায় গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে ধর্মীয় উগ্রবাদ থেকে যে চ্যালেঞ্জ আসছে সে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য গ্রামপর্যায়ে প্রতিটি ইউনিটকে সংগঠিত করা, প্রতিরোধ কমিটি করা, জনগণকে সংগঠিত করা, গণজাগরণ সৃষ্টি করা এটা প্রথম কাজ। এর সঙ্গে নির্বাচনের প্রস্তুতি আমাদের নিতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আরেকটা নির্বাচন আমাদের আগামী সোয়া দুই বছরের মধ্যে করতে হবে। পাঁচ বছর পরে নয়, পাঁচ বছরের আগে তিন মাসের মধ্যে নির্বাচন আমাদের করতে হবে। এটা বাধ্যবাধকতা আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বড় দুটি ঘটনা ঘটেছে গুলশানে ও শোলাকিয়ায়। বড় ধরনের হামলার প্রস্তুতি ছিল কল্যাণপুরে। এ ব্যাপারে আমাদের উদ্বেগ আছে। আমরা শঙ্কিত।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই