
ঢাকা: বিএনপির নতুন কমিটিতে পদবঞ্চিতদের পরবর্তী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা কেউ যদি মনে করেন তিনি বঞ্চিত হয়েছেন, তাহলে উচিত হবে পরবর্তী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করা। কারণ কাউন্সিলরা ম্যাডামকে (খালেদা জিয়া) ক্ষমতা দিয়েছিলেন। সেই ক্ষমতাবলেই তিনি এই কমিটি করেছেন।’
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পদবঞ্চিত বা যারা কাঙ্ক্ষিত পদ পাননি তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘বিক্ষোভ করে কোন লাভ হবে না। ধৈর্য তো ধরতেই হবে। শেষ কথা বলতে তো কিছু নেই। সবসময় পরবর্তী একটা বিষয় থাকে। রাজনৈতিক দলগুলোতে পদের জন্য প্রতিযোগিতা সব সময় থাকে। সব রাজনৈতিক দলে আছে। পৃথিবীর সব দেশেই আছে।’
যারা পদবঞ্চিত হয়েছেন তাদের বিষয়ে কিছু করার সুযোগ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কমিটি ঘোষণা হয়ে গেছে। তাই আপাতত আর কিছুই করার নেই। তবে উপ কমিটিতে অনেক যোগ্য লোকদের স্থান দেয়া হবে, তারা সেখানে আসবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আস্থা আছে, নতুন এই কার্যকরী কমিটির মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব ক্রাইসিসগুলোকে ওভারকাম করতে পারবেন। আমাদের যে লক্ষ্য গণতন্ত্র পুনঃরুদ্ধার আমরা তা করতে পারবো।’
বিএনপির কমিটি নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের কমিটি তার নিজস্ব ব্যাপার। এখানে স্বাভাবিকভাবে অন্য দলগুলোর যে প্রতিক্রিয়া, অন্য ব্যক্তির যে প্রতিক্রিয়া সেটাও থাকতে পারে। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে। শালীনতা বলে একটা কথা আছে। সেই শালীনতাকে বর্জন করে, শালীনতাকে বাদ দিয়ে, আমরা কিছু কিছু মন্তব্য শুনতে পাচ্ছি, যেটা অনভিপ্রেত বলে আমরা মনে করি। এগুলো বিএনপিকে হেয় করার জন্য অপপ্রচার।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস