
বরিশাল: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে ৩০ জুলাইয়ের তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নেই। স্থানীয় প্রশাসন অত্যন্ত যোগ্য। তাদের দিয়েই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন করা সম্ভব হবে।’
বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কিত এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি না আসলে তাদের নির্বাচনে আনার জন্য আলাদা কোনো উদ্যোগ গ্রহণ সম্ভব হবে না। তবে তাদের প্রতি নির্বাচন কমিশনের আকুল আবেদন— তারা যেন অবশ্যই নির্বাচনে অংশ নেয়।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম ও অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানসহ প্রমুখ।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান