আগারগাঁওয়ে ৪২ ককটেলসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর আগারগাঁও প্রবীণ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৪২টি ককটেলসহ মোঃ সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার আগারগাঁও প্রবীণ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা চালিয়ে ৪২টি ককটেলসহ সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
এএসআই জাহাঙ্গীর বলেন, নাশকতা সৃষ্টির জন্যই সে ককটেলগুলো নিয়ে সেখানে অবস্থার করছিলো। তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই