আগুনে দগ্ধ আরো ২ জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ ছয় শ্রমিকের মধ্যে আরো সুমন (১৮) ও সজিব হাসান (১৪) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানান ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শংকর পাল। তিনি জানান, বুধবার রাতে সজিব হাসান ৬৫ শতাংশ ও সুমন শরীরের ৫৮ শতাংশ বার্ন নিয়ে বৃহস্পতিবার সকালে মারা যান। শনিবার ভোরে কামরাঙ্গীরচরের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয় পোশাক শ্রমিক দগ্ধ হন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ